নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল থেকে মোঃ শামীম বেপারী (৩৭) নামের এক ব্যক্তিকে গাজা ও দেশীয় মদসহ আটক করেছে ডাসার থানা পুলিশ।
পুলিশের দেয়া তথ্যমতে ,২৮শে আগস্ট(সোমবার) রাত্রী কালীন টহল ডিউটি করার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার এসআই (নিঃ) আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উক্ত আসামীকে গ্রেফতার করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাহার নিকট থাকা একটি লাল-হলুদ রংয়ের সিমেন্ট এর হাত ব্যাগ হইতে CAREWS CHERRY BRANDY লেখা বোতলে ৩৭৫ মিঃলিঃ কথিত মদ, যার মূল্য আনুমানিক -১,৩৫০/-(এক হাজার তিনশত পঞ্চাশ) টাকা,একটি ৫০০ গ্রাম মাম পানির বোতলে ৫০০ মিঃলিঃ কথিত রক্ষিত মদ, যার মূল্য অনুমানিক-১৫০০/-(এক হাজার পাঁচশত) টাকা এবং একটি স্বচ্ছ পলিথিনে খবরের কাগজে মোড়ানো ১০০ গ্রাম গাজা যার আনুমানিক মুল্য ২৫০০/-(দুই হাজার পাঁচশত টাকা) উদ্ধার করা হয়।
এই বিষয়ে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান বলেন, মোঃ শামিম বেপারী কে গাজা ও কথিত মদসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মাদারীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।