ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) এর আয়োজনে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের তিনদিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শহরের আর্টগ্যালারিতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রশিক্ষণের সমাপনি দিনে প্রশিক্ষনার্থী সাংবাদিকদের সনদ প্রদান করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদস সদস্য ও আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য রমেষ চন্দ্র সেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুঁইয়া, পিআইবি’র প্রশিক্ষন পরিচালক শেখ মজলিশ ফুয়াদ, প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ অন্যান্যরা উপস্তিত ছিলেন। এর আগে গত শনিবার প্রশিক্ষনের উদ্বোধন করেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.প্রদীপ কুমার পান্ডে।
ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের ৩৫জন সাংবাদিক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়।