মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে রোববার বিকেলে আটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউনুছ আলী।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, সাবেক সহ সভাপতি গোলাম মোর্তুজার রহমান, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাসুদা বেগম ঝর্না, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাফিজার রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদর রহমান রাজু সহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।