শেখ শাহরিয়ার হোসেন, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য ম্যাগাজিন ‘বুড়িগঙ্গা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
রবিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কোষধ্যক্ষ (ট্রেজারার) অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।
এসময় অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে বুড়িগঙ্গা নদীর একটা সম্পর্ক রয়েছে। সেক্ষেত্রে ম্যাগাজিনটির বুড়িগঙ্গা নামকরণ করা সার্থক হয়েছে। যতদিন জগন্নাথ থাকবে ততদিন যেন এই নামটা থাকে। এই সৃষ্টি যেন এখানেই থেমে না যায়।
তিনি আরও বলেন, ভালো লেখক হতে হলে ভালো পাঠক হতে হবে। বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া চীন, এই বইগুলোতেই রয়েছে সঠিক ইতিহাস। তোমরা যদি এটা না পড়ে থাক, এটা তোমাদের ব্যর্থতা।
উক্ত অনুষ্ঠানে অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, ডেপুটি রেজিস্ট্রার হেদায়েত উল্লাহ তুর্কি, নির্বাহী প্রকৌশলী অপূর্ব কুমার সাহা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মিনহাজুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ শাহরিয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।