হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহের সাধারণ সভা ২৫ আগস্ট বিকালে ময়মনসিংহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইমতিয়াজ আহমেদ তানসেন এর সভাপতিত্বে এবং রেজাউল ইসলাম আকাশ এর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ ভূইয়া, গোলাম ফারুক লিটন, মো: আব্দুল হান্নান আল আজাদ, মো: মনোয়ার হোসেন মাস্টার, ওসমান ফারুক, মো: মাসুদ করিম, মো: মোখলেছুর রহমান, মো: আহসান কাদের মাহমুদ, শাহরিয়ার আহমেদ আশিক, সৈয়দ আরমান হোসেন ইমন, সৌরভ সরকার, মো: আলমগীর হোসেন বীর, তানজিল হুসাইন মুনিম ও ইমতিয়ার আহমেদ তারিফ।
সভায় বক্তাগণ বলেন, গণসংস্কৃতি গণমানুষ, সমাজ, দেশ, জাতি ও ইতিহাসের কথা বলে। সমাজ রূপান্তর প্রতিষ্ঠালগ্ন হতে গণসংস্কৃতি চর্চার মাধ্যমে সমাজ, দেশ, জাতি ও ইতিহাসের মৌলিক বিষয়াবলী নিয়ে কাজ করছে। বিগত সময়ের কার্যবলী তার সাক্ষ্য বহন করছে। বক্তাগণ গণসংস্কৃতি চর্চার মাধ্যমে বিগত সময়ের ন্যায় ভবিষ্যতেও ধারাবাহিক কার্যক্রম পরিচালনার সংকল্প ব্যক্ত করেন।
টিএমবি/এইচ