ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুয়ার আসর থেকে চার জনকে আটক করেছে থানা পুলিশ। ২৫শে আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পৌর শহরেের ফান সিটি গুয়াগাওয়ে দুলাল রায়ের বাড়ির আঙ্গিনা জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন পৌর শহরের গুয়াগাওয়ের গুলজার হোসেনের ছেলে শহিদুল ইসলাম, মুসলিম উদ্দিন এর ছেলে নুরুজ্জামান, মুন্সিপাড়া গ্রামের মৃত আনজুর ছেলে আসাদ, রঘুনাথপুর মুন্সিপাড়া গ্রামের মৃত জনাব আলীর ছেলে সকরু আলী।
পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, গুয়াগাও এলাকায় দুলাল রায়ের বাড়িতে টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধায় অভিযান চালায় থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ সেট তাস,নগদ টাকা ২ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি পাটের চট উদ্ধার করা হয়। এস আই এরশাদ বাদী হয়ে আটককৃতরা সহ অজ্ঞাত নামা কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।