( নোয়াখালী প্রতিনিধি- মোহাম্মদ শহিদ)
নোয়াখালী কবির হাট উপজেলার ৩নং ধানসিড়ি ইউনিয়নে আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যেগে বিশেষ বর্ধিত সভা উপলক্ষে ৬ হাজার মানুষের মেজবানের এর আয়োজন করা হয়। আজ বিকাল ৪ ঘটিকার সময় ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ কার্যলায়ের মাঠে ৩নং ধানসিঁড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো:আবদুল মান্নান( মুনাফ) এর সভাপতিত্বে উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির হাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো: ইব্রাহিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবির হাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবির হাট উপজেলার যুব লীগের সভাপতি আবু জাফর আবির, উপস্থিত ছিলেন ধানসিঁড়ি ইউনিয়ন চেয়ারম্যান কামাল খান, ২নং সুন্দল পুর ইউনিয়ন চেয়ারম্যান ইলিয়াছ,বাটইয়া ইউনিয়ন জসিম উদ্দিন শাহীন, ধান শালিক ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াদ, ও সম্পাদক আবদুল জলিল সহ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে কবির হাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজ্বী মোঃ ইব্রাহিম বলেন, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেন এবং আগামীতে জননেতা বাংলাদেল আওয়ামী লীগ এর বার বার নির্বাচিত মাননীয় সংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর হাতকে শক্তিশালী করার জন্য সকলে কাজ করার দীর্ঘ প্রত্যয় ব্যাক্ত করি, এই কাজের মধ্যে দিয়ে যে, আওয়ামীলীগ এর পদ পাওয়ার যোগ্যতা অর্জন করবে তাকে পদ প্রদান করা হবে তিনি।
উক্ত বর্ধিত সভায় কবির হাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান বলেন, আগষ্ট মাস শোকের মাস আজ আমরা এই শোক দিবসে বর্ধিত সভায় শপথ নিচ্ছি ঐক্য ভাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো, ধানসিড়ি ইউনিয়ন রাস্তা, ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা উন্নয়ন হয়েছে। মানুষ নিরাপদে ঘুমাচ্ছে। বিএনপির সময় এখানে সন্ত্রাসের জনপদ ছিল। আজ মানুষ শান্তিতে বসবাস করছে। সামনের নির্বাচনে ধানসিড়ির মানুষ নৌকার পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করবে। বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন কবির হাট উপজেলায় আওয়ামী লীগের অঙ্গসংগঠেনর নেতা কর্মীরা।