দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আটপাড়া প্রতিনিধি: মোঃ রফিকুল ইসলাম

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিদ্ধ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ইব্রাহিমের ছেলে ইরফান (৬) ও মস্তুর মেয়ে খাদিজা (৪)। এরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ইউপি সদস্য হুমায়ূন জানান, সকালে বাড়ির পুকুরের পাশে খেলাধূলা করছিল ইরফান ও খাদিজা । এক পর্যায়ে দুজনেই পানিতে পড়ে ডুবে যায়।
সকাল ৯টার দিকে তাদের দেহ পুকুরে ভাসতে দেখে ইরফানের মা ৷ তাঁদের দেহ ভেসে উঠলে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা নির্বাহী মো. শাকিল আহমেদ, ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারবর্গকে সমাবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন৷

আটপাড়া থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version