মাহমুদুর রহমান রনি,(বরগুনা) সংবাদদাতা :- দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার বরগুনার পাথরঘাটা প্রতিনিধি ও হোমিও চিকিৎসক জিয়াউল ইসলামের বাবা আর্শেদ আলী চৌকিদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না আলাইহি রাজিউন)।
সোমবার(২১ আগস্ট) সকাল ১০ টার সময় উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা বাজার সংলগ্ন সাইল্কোন সেল্টারে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা পৌরসভার বড়ইতলা সাংবাদিক জিয়াউল ইসলামের বাড়িতে তার মৃত্যু হয়।
জিয়াউল ইসলাম জানান, বেশ কিছুদিন আগে হঠাত অসুস্থ্য হয়ে পড়লে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানের চিকিৎসকরা জানান তিনি হৃদ রোগে আক্রান্ত হয়েছে। সেখানে চিকিৎসা শেষে খুলনা নিয়ে চিকিৎসা দিয়ে তার বাড়িতে নিয়ে আসেন। সেখানে অসুস্থ অবস্থায় রোববার দিবাগত রাত দেড়টার দিকে তার বাবার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর এবং তিনি ৪ জন ছেলে, ৩ জন মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। জানাজা শেষে বাদুরতলা তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।