লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে আওয়ামী লীগ। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় লিচু তলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের সভাপতিত্বেআলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র কশিরুল আলম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম জেম, খোরশেদ আলম মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক প্রমুখ। এতে উপজেলা ও পৌরসভা সহ দশটি ইউনিয়নের আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।