মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ হয়েছে। তিনি সোমবার সকাল সাড়ে ৭টায় বার্ধ্যক্ষজনিত কারণে ঢাকাইয়াপট্টি মহল্লায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ২ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্ত্বরে থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
এর আগে দুপুরে বায়তুন নূর জামে মসজিদে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব প্রমুখ।