মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
২০০৪ সালের ২১শে আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমান সহ ২৪জন নেতাকর্মীকে হত্যার মূলহোতা তারেক জিয়া সহ সকল আসামীদের ফাঁসির দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ মহীপুর হাজী মহসিন কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা কলেজ ছাত্রলীগের সহজ সভাপতি মেহেদী হাসান সাগরের সভাপতিত্বে বারোয়ারী চত্তরে অনুষ্ঠিত হয়।
মহীপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগাঠনিক সম্পাদক আরিফ রাব্বানী ইস্তি, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক, সাধারন সম্পাদক আরাফাত মন্ডল সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদুর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ করেন।