মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশানের পুকুর থেকে নাজমা আক্তার (২৭) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকালে কটিয়াদী মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে। নাজমা আক্তার পূর্বচারিপাড়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজমা আক্তার দীর্ঘদিন থেকে মৃগি রোগে আক্রান্ত ছিল। রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে দীর্ঘ সময় তাকে পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসী পুকুরে লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে এবং নিহত নাজমা বিল্লাল মিয়া মেয়ে বলে সনাক্ত করে।
কটিয়াদী মডেল থানার এসআই জহিরুল হক জানান, তার শরীরের কোথাও আঘাতের কোন চিহ্ন নেই। ধারনা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে পানি পড়ে তার মৃত্যু হতে পারে। লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।