মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরিফ হোসেন (৩৫) কে নওগাঁ সদর উপজেলার বাসট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্প্রতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের রাহেদুল ইসলামের ছেলে। সে কালাই থানার একটি মাদক মামলায় দীর্ঘ ১৪বছর ধরে পলাতক ছিল। সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আরিফ হোসেন আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল নিয়ে যাবার ২০০৯ সালের ২৬ জুন জয়পুরহাটের কালাই থানার অভিযানে মাদকসহ আটক হলে তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করেন। উক্ত মামলায় দীর্ঘ শুনানীর পর চলতি বছরের ৩১ জুলাই জয়পুরহাট জেলা স্পেশাল ট্রাইব্যুনাল বিজ্ঞ আদালতের বিজ্ঞ বিচারক আরিফ হোসেন কে যাবজ্জীবন সাজার রায় প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল আসামী আরিফ হোসেন কে গ্রেফতারের জন্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার নওগাঁ সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে গ্রেফতারকৃত আসামীকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।