তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে আটককৃত জঙ্গীদের নিয়ে দিনভর অভিযান চালায় সিটিটিসি ইউনিট। অভিযানে জঙ্গীদের দেখানো তথ্যানুযায়ী কালা পাহাড়ের মাটির নীচ থেকে ৬ কেজি বিস্ফোরক ও ১৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সন্ধ্যায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং এ কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান এই তথ্য জানান। এর আগে গত সোমবার আটককৃত ১৭ জঙ্গীর কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা, বড় বড় কয়েকটি দা, ৯৫টি ডিটোনেটর পাওয়া গেছে।
প্রেস ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন,ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি কামরুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার নাজমুল হোসেন, মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসীন, কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক প্রমুখ।
আটককৃতরা হলেন,জুয়েল মাহমুদ(২৮), পিতা-মৃত আব্দুল কাদের মাতা-সাহারা বেগম গ্রাম-গাঁওপাড়া, থানা-বাগাতি পাড়া, জেলা-নাটোর,সোহেল তানভীর রানা(৩০), পিতা-মোঃ হেলাল উদ্দিন, মাতা-মোছা রাহেলা খাতুন, গ্রাম-পুরাবাড়ি, থানা ও জেলা-সিরাজগঞ্জ,সাদমান আরেফিন ফাহিম (২১), পিতা-হামিদুল হক, মাতা-হাসিনা বেগম, গ্রাম-দক্ষিন শ্রীকুল, থানা-রামু, জেলা-কক্সবাজার,মোঃ ইমতেজার হাসসাত নাবীব (১৯), পিতা-মোঃ এনামুল হক, মাতা-নাছিমা খানম, গ্রাম-মধ্যম মংনোয়া, থানা-রামু, জেলা-কক্সবাজার, ফাহিম খান (১৭), পিতা-আইয়ুব খান বাবু, মাতা-মৃত সাবিনা ইয়াছমিন, গ্রাম-মোল্লাপাড়া, থানা ও জেলা-যশোর,মোঃ মামুন ইসলাম (১৯), পিতা-আব্দুল্লাহ, মাতা-মৃত রোজিনা, গ্রাম-আতাইকোলা, থানা-আতাইকুলা, জেলা-পাবনা, রাহাত মন্ডল (২৪), পিতা-আব্দুর রহিম মন্ডল, মাতা-আঙ্গুর বিবি, গ্রাম-চাদপাড়া, থানা-গোবিন্দবক্স, জেলা-গাইবান্ধা, সোলাইমান মিয়া (২১), পিতা-মোঃ নূর আলম, মাতা-সুলতানা বেগম, গ্রাম-পূর্ব দত্তেরচর, থানা-বকশিগঞ্জ, জেলা-জামালপুর, আরিফুল ইসলাম (৩৪), পিতা-সেকান্তা শেখ @ শান্ত শেখ, মাতা-খালেদা বেগম, গ্রাম-গোলা কান্দাইল, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ। মোঃ আশিকুল ইসলাম (২৯), পিতা-আব্দুল লতিফ, মাতা-রাশিদা বেগম, গ্রাম-হাটশিপুর, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়া, মামুন ইসলাম (২৬), পিতা-ফজলু মল্লিক, মাতা-আলেয়া খাতুন, গ্রাম-আতাইকুলা, থানা ও জেলা-পাবনা,তানভীর রানা (২৪), পিতা-নজরুল ইসলাম, মাতা-নূরুন্নাহার, গ্রাম-ছয়াইল, থানা ও জেলা-ঝিনাইদহ, জুয়েল শেখ(২৫), পিতা-জহুরুল শেখ, মাতা-মেহেরুন্নেছা বেগম, গ্রাম-দক্ষিন নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা,রফিকুল ইসলাম (৩৮), পিতা-ইসলাম মন্ডল, মাতা-হামিদা খাতুন, গ্রাম-কয়জুড়ি শ্রীপুর, থানা-আতাইকুলা, জেলা-পাবনা,মোঃ আবির হোসেন (২০), পিতা-আমজাদ হোসেন, মাতা-আম্বিয়া খাতুন, গ্রাম-দারামোদহা, থানা-সাথিয়া, জেলা-পাবনা, মেহেদী হাসান মুন্না (২৩), পিতা-মোঃ রেজাউল করিম, মাতা-দিনারা মমতাজ, গ্রাম-পূর্ব চিয়াইপাড়া, থানা ও জেলা-মাদারিপুর, কোয়েল (২৫), পিতা-সাখাওয়াত হোসেন, মাতা-জহুরা বেগম, গ্রাম-মুমিনপুর, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইল।
এদিকে গত শনিবার (১২ জুলাই) নারী পুরুষ মিলে ১০ জঙ্গী ও তাঁদের সাথে থাকা ৩ শিশু এবং সোমবার সিএনজি অটোরিক্সা চালক ও স্থানীয়দের কাছে ১৭ জন আটক হয়। দুই দিনে ২৭ জন জঙ্গী আটক হয়েছেন। ১৭জনকে আজই ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান।