দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

সুনামগঞ্জ প্রতিনিধি::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার বেলা ১২টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের রমিজ বিপনীস্থ কার্যালয়ের সামনে থেকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন’র নেতৃত্বে বিশাল শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রমিজ বিপনীস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। শোকর‌্যালি শুরুর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন।

পরে সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম শামীম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক আহমেদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর। সমাবেশে সঞ্চালনা করেন ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন, আমরা প্রমাণ করতে পেরেছি সুনামগঞ্জ বঙ্গবন্ধুর ঘাঁটি, জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি। শোককে শক্তিতে রূপান্তর করার জন্য আজকের শোকর‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জের ৫টি আসনে নৌকাকে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেবো। এই বিশ্বাস নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, এজন্য আমরা আপনাদের সহযোগিতা কামনা করি।

তিনি বলেন, সুনামগঞ্জে নৌকার জোয়ার বইছে। আগামী নির্বাচনে নেত্রী যাকে মনোনয়ন দেবেন আমরা ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবো।

এসময় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই দিনে হত্যা করা হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধাগ্রস্ত করা। আশির দশকে জননেত্রী শেখ হাসিনা যখন দেশে আসলেন তখন ঘরের বাইরে উনাকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। নিজের ঘরে ঢুকতে দেয়া হয় নি। তখন কোন মানবাধিকার সংগঠন কী পাশে দাঁড়িয়েছিলো।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন উল্লেখ করে বক্তারা বলেন, যখনই নির্বাচন আসে তখনই দেখা যায় কুচক্রি মহল বিদেশে বসে ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির কাজ করে। আমরা মারামরি, জালাও-পোড়াও বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি করি উন্নয়ন ও অগ্রগতি। নিবার্চন হবে সংবিধান অনুযায়ী। ষড়যন্ত্র করে নির্বাচন আগানো বা পেছানো যাবে না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version