শাকিল বাবু
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সোলায়মান নাঈম এর আয়োজনে “কেবল তরুনরাই পারবে বঙ্গবন্ধুর সোনার বাংলার হাল ধরতে” শীর্ষক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ২ টায় সামাজিক বিজ্ঞান অনুষদে বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। স্পীকার হিসেবে ছিলেন ডিবেটিং সোসাইটির সাবেক সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান অনিক এবং বিচারক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির ভিপি মাহমুদুল রাফিক।
আয়োজনের বিষয়ে জানতে চাইলে আবু সোলায়মান নাঈম বলেন, “বিতর্কে বাড়ে জ্ঞান, স্পষ্ট বক্তাই হতে পারে একজন সফল নেতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন স্পষ্ট বক্তা। স্মার্ট ছাত্রলীগ গড়ে তুলতে স্মার্ট বক্তাও প্রয়োজন, এই উদেশ্য আজকের এই আয়োজন।”
বিতর্কের শেষে অংশগ্রহণকারী সবাইকে বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী” বই উপহার দেওয়া হয়।