দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শুভ তংচংগ্যা, জেলা প্রতিনিধি বান্দরবান:

রোববার (১৩ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক আয়োজনে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-, বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, শাহ মোজাহিদ উদ্দিন জেলা প্রশাসক বান্দরবান পার্বত্য জেলা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বান্দরবান জেলার বনভূমি রক্ষা ও তার পাশাপাশি জুম চাষীদের জুম চাষের সুযোগ সৃষ্টি ও নতুন নতুন বৃক্ষরোপনে উৎসাহিত করার নির্দেশনা প্রাদান করেন।

সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিকে একটিভ হওয়া ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করা, মাতামুহুরি ও সাঙ্গু নদীর তীর সংরক্ষণসহ নদী খনন, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে কার্যকারী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও মৌসুমী বায়ুর প্রভাবে অতিবর্ষনের ফলে বান্দরবান জেলার অধিকাংশ জায়গা বন্যায় কবলিত হয়েছে, যার ফলে সড়ক, বিদ্যুৎ বিতরণ কেন্দ্রসহ বিদ্যুৎ সঞ্চালন লাইন, অবকাঠামো গত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।অদ্যবধি বর্ণিত বন্যার কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় বান্দরবান হতে থানচি ও রুমা উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যায় শুরু হতে ৬২০০০ মানুষ বন্যা কবলিত হয়েছে। পাহাড় ধসে ১০জন মানুষ মারা যায়। পাহাড় ধসে ১৪০৬ টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ও ৫১৭৩ টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আশ্রয় কেন্দ্রে গ্রহণকারী সংখ্যা ২১৭৯৭ জন যা বর্তমান আশ্রয় গ্রহণকারী সংখ্যা ৩৯৬ জন।

বন্যা কবলিত এলাকায় জেলা প্রশাসনসহ অন্যান্য সহযোগী সংস্থার সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার জনাব সৈকত শাহীন,জেলা সিভিল সার্জন, ডাঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উম্মে কুলসুম, এনডিসি শেখ আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রাজিব কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, আলহাজ্ব শফিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি, আব্দুর রহিম চৌধুরী, পৌর মেয়ার, মো. শামসুল ইসলামসহ সরকারি, বেসরকারি, কর্মকর্তা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version