তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে মাদক, ধর্মীয় উদ্রবাদ,জঙ্গিবাদ,ধর্মীয় সম্প্রতি বৃদ্ধি ও সামাজিক অপরাধ প্রতিরোধ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসক সম্মেন কক্ষে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের এর সভাপতিত্বে এ উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ, জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাউর রহমান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এ্যপস) সুদর্শন কুমার রায়, সিভিল সার্জন মো: জালাল উদ্দিন মোর্শেদ, পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন প্রমুখ।
উদ্বুদ্ধকরণ সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কমর্কতা কর্মচারী,গন্যমাণ্য ব্যাক্তিবর্গ বিভিন্ন পর্যায় থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।