প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকমাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মজিবর ফকিরের বিরুদ্ধে।
বিএনপির এক বর্ধিত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দেন তিনি । সেখানে তিনি ‘উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্য দেন।
তার বক্তব্যে তিনি বলেন, ‘শেখ হাসিনা ইসলামের শত্রু। গণতন্ত্রের শত্রু, বাংলাদেশের জনগণের শত্রু। এখন এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। ইনশাআল্লাহ ক্ষমতায় আর থাকতে পারবে না। সেই ব্যবস্থা হয়ে গেছে।
এ ঘটনায় আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে তাৎক্ষণিক ক্ষমা চেয়ে পার পেয়ে যান তিনি। ক্ষমা পাওয়ার পরে তিনি আবার বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ উঠেছে। তার এই উস্কানিমূলক ও মানহানিকর বক্তব্যে ফুঁসে উঠেছে ইউনিয়নের শান্তিপ্রিয় জনগণ। তাদের দাবি একজন চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েও কিভাবে চেয়ারম্যান হিসেবে বহাল থাকে। তারা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
অভিযোগের বিষয় জানতে চেয়ারম্যান মো: মজিবর ফকিরকে ফোন দিলে ফোন রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।