দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাইবান্ধা প্রতিনিধি: ‎গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় হেরোইন ও ইয়াবাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ‎রবিবার (৭ ডিসেম্বর) উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের একটি পরিত্যক্ত কক্ষে অভিযান পরিচালনা করা হয়। ‎গোবিন্দগঞ্জ থানার এসআই (নিঃ) মো. নজরুল ইসলাম থানার জিডি নং-২৯৩ (০৬ ডিসেম্বর)-এর ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলসহ এ বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে নাকাই গ্রামের মো. বাবলু মিয়ার এল-সিস্টেম টিনসেড বাড়ির উত্তর-পূর্ব পাশে অবস্থিত পরিত্যক্ত কক্ষে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন, মৃত আলী আহম্মেদ সরকারের ছেলে । ‎মেহেদী হাসান সবুজ সরকার (৩৫), শহিদুল ইসলামের ছেলে মো.হুমায়ুন কবির (২৯), ও মৃত কফিল উদ্দিন প্রামাণিকের ছেলে আপেল মাহমুদ (৩২),এদের সবার বাড়ি একই ইউনিয়নে বলে জানায় পুলিশ । ‎অভিযানকালে তাদের কাছ থেকে ৪৭ পুড়িয়া হেরোইন এবং ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এঘটনায় ‎ঘটনায় , মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক)/১০(ক)/৪১ ধারায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-০৯ ‎গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, গোবিন্দগঞ্জকে মাদকমুক্ত করতেই আমাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version