আমির আলী অভয়নগর যশোর প্রতিনিধি :-

যশোরের অভয়নগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা পদক প্রদান উপলক্ষে আলোচনা সভা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ‘সংগ্রাম স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা’ এই শ্লোগানে আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ: দা:) অনুপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, তথ্যআপা প্রকল্পের কর্মকর্তা সাদিয়া তারিম, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজসহ মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রশিক্ষণরত নারীরা। আলোচনা সভা শেষে অসহায় ৭জন নারীকে একটি করে নতুন সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস নান্টু।

Share.
Leave A Reply

Exit mobile version