জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ ধাপে আরও ৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার উপহার পেলো নান্দনিক ঘর। আজ দুপুরে পাঁচবিবি উপজেলা হলরুমে উপকারভোগিদের মাঝে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডঃ সামছুল আলম দুদু।
এসময় উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, সহকারী কমিশনার মারুফ আফজাল রাজন ও থানার ওসি জাহিদুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।