আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ
সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে যশোরের শার্শায় ২৭ গৃহহীন ও ভূমিহীন পরিবার পেল উপহারের ঘর। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তরের উদ্বোধন করার পরই এ উপজেলার পরিবার গুলির মাঝে নবনির্মিত ঘর গুলির চাবি ও দলিলপত্র হস্তান্তর করেন।
বুধবার (৯ আগষ্ট)সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ এস, এম আকিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, উপজেলা প্রকৌশলী এমএম মামুন হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।