তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের রাজনগরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত, উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিগেন্দ্র কুমার চঞ্চল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সজল কুমার চক্রবর্তী, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহমুদুর রহমানসহ উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মিতা জানান, ১৫ই আগস্ট সরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্মের উপর আলোচনা সভা। পুরষ্কার বিতরণ, বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সকল মসজিদে দোয়া মাহফিল, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজনসহ নানা কর্মসূচির আয়োজনের জন্য বিভিন্ন রকমের অনুষ্ঠানের প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে।