ঝালকাঠি জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ আগস্ট) সকাল ১১টায় পুলিশ লাইন হল রুমে এই সভা অনুষ্ঠিত।
পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি( প্রশাসন ও অর্থ)মোঃফারুক উল হক।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ঝাললাঠি জেলা পুলিশের আয়োজনে এই বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভা শেষে ঝালকাঠি পুলিশ অফিস সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক ও মতবিনিময় সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন রেঞ্জ ডিআইজি।