নিজস্ব প্রতিনিধি: ফরহাদ খোন্দকার
আতঙ্কিত না হয়ে সচেতন হোন ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন এ প্রতিপাদ্য বিষয় নিয়ে ফেনী পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।সকালে র্যালীর উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
র্যালীটি ফেনী পৌর চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌর চত্বরে এসে শেষ হয়।
ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার ও কর্মরত এনজিও সমূহের সার্বিক সহযোগিতায় র্যালীরে ফেনীর সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ ফেনীর সাধারণ মানুষ অংশ নেন।
উদ্বোধনকালে সংসদ সদস্য বলেন, শিক্ষার্থীদের নিজ আঙ্গিনা পরিষ্কারের পাশাপাশি প্রতিবেশীদের সচেতন করা শিক্ষার একটি অংশ। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজ আঙ্গিনা ছাড়াও স্কুল কলেজ সমাজের আশপাশ পরিষ্কার রাখতে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান তিনি। তিনি বলেন, শুধুমাত্র পৌরসভার উপর ভরসা রাখলে চলবেনা, নিজ উদ্যোগে সচেতন হতে হবে। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
সংসদ সদস্য আরো বলেন, নতুন প্রজন্মের ভোটারদের আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও ক্ষমতায় অধিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
জেল প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, ডেঙ্গু মশাকে প্রতিহত করতে যা যা করার দরকার সবকিছু করতে হবে। ঢাকায় এটি অনেক বেড়েছে। ফেনীতে ৩৭ জন রোগী আছে, এ সংখ্যা যাতে আর না বাড়ে সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু মুক্ত ফেনী গড়তে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান তিনি।
পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে হবে। সবাইকে পৌরসভার কার্যক্রমে সহযোগিতা করার আহবান জানান তিনি।
পৌরবাসীকে ডেঙ্গু সচেতনতা সতর্ক থাকার আহ্বান জানিয়ে পৌর মেয়র বলেন, শুধুমাত্র পৌরসভার ওপর নির্ভর করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে না। সবার নিজ নিজ উদ্যোগে আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। তাহলেই ডেঙ্গু মহামারী আকার ধারণ করবে না এবং আমরা সকলের শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারবো।
এসময় সচেতনতা কার্যক্রমে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে শপথ গ্রহণ করেন।
ফেনী পৌরসভার কাউন্সিলর বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে ফেনী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) অভিষেক দাশ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএসআর মাসুদ রানা, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষক সমিতির সভাপতি জিএম তাজউদ্দিন পলাশসহ স্বেচ্ছাসেবী সংগঠন এর সদস্য, এনজিও প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।