দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণা মদন উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব
বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের
জন্মদিন পালন করা হয়।
শনিবার (৫ আগষ্ট) সকালে উপজেলার প্রশাসনের
আয়োজনে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলার (ভারপ্রাপ্ত)নির্বাহী কর্মকর্তা মোঃ শাহানূর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান।
আলোচনা সভা বক্তব্য রাখেন, মদন- খালিয়াজুড়ি
সার্কেল মোঃ রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা গাজী ফেরদৌস, জেলা পরিষদ সদস্য
ফরিদা ইয়াছমিন,মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা আক্তার, ড়াঃ অমিত সাহা, ডা: নয়ন ঘোষ।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, মদন থানার
অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা মৌরী তানিয়া মৌ , যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ,জন স্বাস্থ্য উপ-সহকারী
প্রকৌশলী,মাহবুব রহমান সুমন,উপজেলা শিক্ষা
অফিসার মোঃ আবুল হোসেন, একাডেমিক সুপারভাইজার জোছনা বেগম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীগণ।