ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত প্রাইভেটকারের ওপর একটি লরি উল্টে পড়েছে। তবে অলৌকিকভাবে বেঁচে গেলেন চালকসহ ৬ যাত্রী।
শনিবার (৫ আগস্ট) সকালে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি ভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায় একটি লরি। সেটি গিয়ে উল্টে পড়ে পাশের লেনের একটি প্রাইভেটকারের ওপর। এ সময় গাড়ির জানালার কাঁচ ভেঙে বেরিয়ে আসে এক শিশু। বাকিদের উদ্ধার করে স্থানীয়রা। সামান্য আহত ৬ যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত লরি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। আহতদের বাড়ি ফটিকছড়িতে। প্রবাস ফেরত স্বজনদের নিয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে বাড়িতে ফিরছিলেন তারা।
খবর পেয়ে সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করেছেন।
এদিকে স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর চাপাপড়া প্রাইভেটকারের ভেতরে থাকা মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল।