তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি।
আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তিত হওয়ায় বৃহস্পতিবার (৩ আগষ্ট) এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সফিকুল ইসলাম মিলনের উপস্থাপনায় অনুষ্ঠানটানিকতা শুরু হয়।
আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তিত করায় স্কুলের ম্যানেজিং কমিটির সংশ্লিষ্ট ও ছাত্রছাত্রী, অভিভাবকসহ ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক মছনু, শিক্ষানুরাগী ম্যানেজিং কমিটির সদস্য ও কামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আপ্পান আলী, বিশিষ্ট ব্যাবসায়ী যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক মোঃ আব্দুর রহমান তালেব, যুক্তরাজ্য প্রবাসী সাবেক মেম্বার আব্দুল কাইয়ুম, যুক্তরাজ্যে প্রবাসী মোঃ নাজমুল ইসলাম তালুকদার, স্কুলের প্রধান শিক্ষক মোঃ মৌলুদ আহমেদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মোঃ জোসেপ আলী চৌধুরী, মৌলভীবাজার চেম্বার অফ কমার্স এর সদস্য মোঃ শওকত আহমেদ, সহিদ ট্রাভেলস এর সত্বাধিকারী মোঃ সহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ফকরুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন, ইউপি সদস্য , বাবু হরিদাস, ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন এবং বিভিন্ন পর্যায়ের গনমাধ্যমকর্মী।