কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা যুবদলের সাধারন সম্পাদক এম, এ, মুহিত এর নিঃশর্ত মুক্তির দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। বুধবার (২আগস্ট) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ১০নং মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।কমলগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান,কমলগঞ্জ পৌর যুবদলের আহবায়ক তালুকদার মো.নাজিম উদ্দিন রনি।
এসময় জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এমদাদ হোসেন সুমন,যুবদল নেতা জুবের আহমেদ,আতাউর রহমান, শাহ আমির,আতাউর রহমান সাগর,মোশাহিদ আহমেদ,মোক্তার আহমেদ,সদরুল আহমেদসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা অনতিবিলম্বে জেলা যুবদলের সাধারন সম্পাদক এম, এ, মুহিতের নি:শর্ত মুক্তির দাবী জানান।