স্টাফ রিপোর্টার :
৩ কোটি টাকা নিয়ে লাপাত্তা ডায়মন্ড লাইফ ইন্সুইরেন্সের ডিএমডি। তিনি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের ডিএমডি তৌহিদ হোসেন বাবু। তার অপকর্ম নিয়ে শহীদ জগৎ জ্যোতি পাঠাগারে আজ দুপুরে সংবাদ সম্মেলন করেছে নারী কর্মীরা। তারা প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেন ২০১৪ সালে তিনি সুনামগঞ্জে অফিস করে ৪০ জন নারী কর্মীকে ইন্সুইরেন্সে কাজ করার সুযোগ দেন। পরে তিনি ২০১৫ সালে ৪০ জন নারী কর্মীকে বিভিন্ন পদে নিয়োগ দেন। সরলতার সুযোগে নারী কর্মীদের কাছ থেকে তিনি খালি স্টাম্প ও খালি চেক নিয়ে তাদের নিয়োগ দেন। নারী কর্মীরা তাদের স্ব স্ব এলাকায় গিয়ে গ্রাহকদের কাছ থেকে বীমার টাকা সংগ্রহ করেন। গ্রাহকদের বীমার টাকা এনে তৌহিদ হোসেন বাবুর কাছে জমা দেন। টাকা দেওয়ার বিপরীতে তাদের রিসিট মানি দেওয়ার কথা থাকলেও তিনি দেই দিচ্ছি বলে সময় ক্ষেপন করেন। এই পর্যন্ত কোন রিসিট মানি দেওয়া হয়নি বলে জানান নারী কর্মীরা। নারী কর্মীদের প্রমোশন, কমিশন, বনভোজন দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তৌহিদ হোসেন বাবু। সংবাদ সম্মেলনে নারী কর্মী সম্পা বেগম, রহিমা বেগম, জাহানারা বেগম বলেন আমাদের কাছ থেকে কক্সবাজারে যাওয়ার কথা ১২ হাজার করে টাকা নেয়। ঐ টাকাও আত্নসাথ করেছে বাবু। শুধু আমাদের কাছ থেকেই ২৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয় এই ইন্সুইরেন্সের মধ্য দিয়ে ২হাজার নারী পুরুষ প্রতারনার শিকার হয়েছে। তাকে টাকার কথা বলেল উল্টো সে আমাদের স্টাম্প ও চেকের মামলা দেওয়ার হুমকি দেয়। আমারা এখন অসহায় হয়ে রাস্তায় ঘুরছি। সমাজ ও পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন। আমার এর বিচার চাই।