তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মাার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ’র মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় মৎস্য সপ্তাহ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান জাতীয় মৎস্য সপ্তাহ সফলভাবে বাস্তবায়ন করার জন্য জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’কে সম্মাননা স্মারক তুলে দেন।
মৎস্য চাষিদের পুরষ্কার প্রদান, প্রান্তিক পর্যায়ের মৎস্যজীবীদের সাথে মতবিনিময়, মৎস্যজীবীদের বিভিন্ন পর্যায়ের পরামর্শ প্রদান, প্রামাণ্য চিত্র প্রদর্শন, সুফলভোগীদের প্রশিক্ষণসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর তথ্য চিত্র প্রদর্শন করার মধ্যে দিয়ে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।