তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাফি হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাফি মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকার আলফালাহ প্রিন্টার্সের স্বত্বাধিকারী মুক্তাদির হোসেনের ছেলে। শনিবার (২৯ জুলাই) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার বইয়ের কোরাস নামক ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কবি মুজাহিদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে রাফি জ্বরে আক্রান্ত হয়ে সিলেটের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিল। অবস্থার অবনতি হলে ডাঃ থাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা চালিয়ে যান। শুক্রবার রাতেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার জেলা সির্ভিল সাজন কার্যালয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জেলায় চলতি বছর এ পর্যন্ত ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বাসাবাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান।