মশিউর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -০৪ সরিষাবাড়ী আসন থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের দাবীতে গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তেঁজগাও থানা আওয়ামীলীগের সভাপতি ও এমপি প্রার্থী আব্দুর রশিদ এর পক্ষ্যে এ গণ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ জুলাই) উপজেলার সরিষাবাড়ী রেলওয়েস্টেশন হতে গণমিছিলটি বের হয়ে শিমলা বাজার, মুক্তিযোদ্ধা সংসদহয়ে বিভন্ন রাস্তা প্রদক্ষীন করে সরিষাবাড়ী পৌর সভার সম্মুখে গণ সমাবেশে মিলিত হয়।
পৌর মেয়র মনির উদ্দিনের সভাপতিত্ব ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মনোনয়ন প্রত্যাশী আব্দুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্ঠা মোঃ সামস উদ্দিন, সাবেক সহ সভাপতি ফতেহ লোহানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ আওয়ামীলীগ ও এর অংগসহযোগী সংগঠনের নেতা কর্মীরা।