দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সিলেট শিক্ষাবোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১২টি। এ উপজেলায় ৩৬৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৬৮ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৭০.৬৮ ভাগ। এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৮৬টি জিপিএ-৫ লাভ করেছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ২টি জিপিএ-৫ সহ কমলগঞ্জ উপজেলায় পাসের হার ৩৮.৭১ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ৮৬টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২২টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ৬টি, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৬টি, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ১০টি, কমলগঞ্জ মডেল সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ১৩টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ১০টি, পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ৯টি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ১৬টি, পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ১০টি, আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ২টি, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩টি, মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ৪টি, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ৩টি, চিৎলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে ১টি ও অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় নাজির হাসান ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ২ জন। উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ৩২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৩৮.৭১ ভাগ। এছাড়া এসএসসি  (ভোকেশনাল) পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৭.৭২ ভাগ।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বিএএফ শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনাল পরীক্ষায় থকে মোট ২১৭টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে বিএএফ শাহীন কলেজ একাই ৮৬টি জিপিএ-৫ লাভ করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version