রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

নবাগত পুলিশ সুপার এর দায়িত্বভার গ্রহণ

তিমির বনিক,মৌলভীড়াজার প্রতিনিধি:

সররাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক অদ্য বৃহস্পতিবার (২৭ জুলাই) মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোঃ মনজুর রহমান (পিপিএম বার)।
বৃহস্পতিবার দুপুরের দিকে নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান (পিপিএম বার) বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দাপ্তরিক দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ” বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোঃ মনজুর রহমান (পিপিএম বার) সবশেষ পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
মেধাবী ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে মোঃ মনজুর রহমান ভালোকাজের স্বীকৃতি স্বরুপ দু দু’বার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন। কর্মময় জীবনে একনিষ্ঠ ও সফলতার সহিত দেশের বিভিন্ন স্থানে সুনামের সাথে পালন করে আজ সিলেটের মৌলভীবাজার জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ