দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃফখর উদ্দিন আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতাঃ

আজ ২৮শে জুলাই এস,এস,সি ও সমমানের পরীক্ষা ২০২৩এর ফলাফল ঘোষনা করেছে দেশের সকল স্কুল ও মাদ্রাসা শিক্ষাবোর্ড।
ফলাফল বিশ্লেষণে দেখা যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মধ্যে পরপর তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে চট্টগ্রাম ইউরিয়া সারকারখানা(সিইউএফএল) স্কুল এন্ড কলেজ৷
এ স্কুলে মোট ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭২ জন। জিপিএ ৫ পেয়েছে ২৯জন। পাশের হার: ১০০%৷আর তলানিতে রয়েছে কৈনপুরা উচ্চ বিদ্যালয়।এই স্কুলে মোট ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭১ জন। জিপিএ ৫ পায়নি কেউ। পাশের হার: ৪১.৫২%৷
উপজেলার ২য় স্থানে পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুল৷১২০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১১৫ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের হার: ৯৬.৬৪%৩য় খাসকামা বালিকা উচ্চ বিদ্যালয়।৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৩৬ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার: ৯৪.৭৪%৷৪র্থ কাফকো স্কুল এন্ড কলেজ।২৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৬ জন। জিপিএ ৫ পেয়েছে ২০ জন। পাশের হার: ৯২.৮৬%৷৫ম গুয়াপঞ্চক হাই স্কুল।১৭২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৫৭ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার: ৯১.২৮%৷৬ষ্ঠ দক্ষিণ বন্দর হাই স্কুল।২২১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৯৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। পাশের হার: ৮৯.৫০%৷৭ম আনোয়ারা সরকারি মডেল হাই স্কুল।৩২৩ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৮৭ জন। জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। পাশের হার: ৮৯.১৩%৷৮ম চাতরী ইউনিয়ন হাই স্কুল।
২১৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৮৪ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের হার: ৮৫.১৯%৷৯ম হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্র।১১৯ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৯৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। পাশের হার: ৮৩.১৯%৷১০ম তৈলারদ্বীপ বারখাইন এর্শাদ আলী হাই স্কুল।১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১২৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন। পাশের হার: ৮৩.০১%৷১১ তম ঝি.বা.শি হাই স্কুল।৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৯ জন। কেউ জিপিএ ৫ পায়নি । পাশের হার: ৮২.২৯%৷১২ তম পরৈকোড়া নয়নতারা হাই স্কুল।
১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৩২ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। পাশের হার: ৮১.৪৮% ১৩ তম হাজীগাঁও শোলকাটা এস জে নিজাম হাই স্কুল।১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৮৪ জন। জিপিএ ৫ পায়নি। পাশের হার: ৭৯.২৫%৷১৪ তম মাহাতা পাটনীকোটা হাই স্কুল।২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৬৭ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের হার: ৭৭.৬৭%৷১৫ তম সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়।৮০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৬২ জন। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাশের হার: ৭৭.৫০%৷১৬ তম পূর্ব বরৈয়া টি এম সি
হাই স্কুল।২০২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৫৪ জন। জিপিএ ৫ পেয়েছে ২ জন। পাশের হার: ৭৭.০০%৷১৭ তম বখতিয়ার পাড়া চার পীর আউলিয়া হাই স্কুল।৩৮০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৮৪ জন। জিপিএ ৫ পায়নি। পাশের হার: ৭৫.৫৩%৷১৮ তম বরুমচড়া শহীদ বশরুজ্জামান হাই স্কুল।২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২০০ জন। জিপিএ ৫ পেয়েছে ৮ জন। পাশের হার: ৭৫.১৯%৷১৯ তম জে কে এস হাই স্কুল।২৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৭২ জন। জিপিএ পায়নি। পাশের হার: ৭৪.৭৮%৷২০ তম রায়পুর ইউনিয়ন হাই স্কুল।২৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২১২ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাশের হার: ৭৪.৬৫%৷২১ তম মেরিন একাডেমী স্কুল এন্ড কলেজ।২৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৯৮ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাশের হার: ৭২.২৬%৷২২ তম উপকূলীয় আদর্শ হাই স্কুল।১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১১৭ জন। জিপিএ ৫ পায়নি। পাশের হার: ৭০.৯১%৷২৩ তম নিত্য নন্দ হাই স্কুল।৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৫৯ জন। জিপিএ ৫ পেয়েছে ০। পাশের হার: ৬৭.৮২%৷২৪ তম বটতলী এস এম আউলিয়া হাই স্কুল।৪৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৯৩ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাশের হার: ৬৭.২০%৷২৫ তম আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়।৮০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৩ জন। পাশের হার: ৫৯.৪৯%৷
আনোয়ারা উপজেলায় এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৭৭.০০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। যা গতবারের চেয়ে ৮ দশমিক ৮৯ শতাংশ কম। একইভাবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবার মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৩০ জন। যা গতবারের চেয়ে ২১২ জন কম। গতবার জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৩৪২ জন।
এইবার মোট পরীক্ষার্থী ৪৭১৪ জন। পাস করেছে ৩৬৩০ জন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version