দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহাযোগিতায়, দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে সাহিত্য মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিপিন চন্দ্র বিশ্বাস।

পরে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব-উল-আহসান এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও লেখক আলী আহম্মদ খান আইয়োব।

অন্যদের মধ্যে আলোচনা করেন, কিশোরগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরীয়ান আজিজুল হক, দুর্গাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সাবেক পরিচারলক শরদিন্দু সরকার, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সুসং সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক ড. আব্দুর রাশীদ, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম প্রমুখ।

দুইদিন ব্যাপী এ আয়োজনে সাহিত্য, প্রবন্ধপাঠ, সাহিত্যের বিভিন্ন ধরন, ছন্দ, বানান, বাক্য গঠন নিয়ে কর্মশালাসহ উপজেলা শিল্পকলা একাডেমি পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠন।

Share.
Leave A Reply

Exit mobile version