মশিউর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
তৃব্য তাপদাহ থেকে পরিত্রান ও পুস্টির চাহিদা পুরনের লক্ষ্যে বেসরকারী এনজিও সংস্থা রেসকিউ এর উদ্যোগে চরাঞ্চলের ৫ শতাধীক মহিলাদের মাঝে ফলজ বৃক্ষ্য বিতরণ করা হয়েছে।
বুধবার (২৬ জুলাই) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল, দামদরপুর এলাকায় এ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রেসকিউ এর সভাপতি এনামুল হাসান।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর সভাপতিত্বে ও রেসকিউ সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,
রেসকিউ এর পরিচালক সানোয়ার হোসেন, এশিয়া বাংলা কর্পোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ ফরিদুল ইসলাম, শাখা ব্যাবস্থাপক গোলাম মোস্তফা, ইউপি সদস্য নজরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নান্নু মিয়া, ব্যাবসায়ী মোঃ সামছুল আলমসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
পরে উপস্থিত সকল মহিলাদের মাঝে আম গাছের চারা বিতরণ করা হয়।