আবু বকর ছিদ্দিক রনি, শার্শা (যশোর) প্রতিনিধি:
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে সামনে নিয়ে যশোরের শার্শায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহ।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে র্যালি শেষে উপজেলার পুকুরে মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ এস,এম আকিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান,
যশোর জেলা পরিষদ সদস্য সালেহ আহমেদ মিন্টু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার এস এম শাখির উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা সহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাবৃন্দ।