পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন।
সোমবার ইসিপি এই পরোয়ানা জারি করে। নির্বাচকদের অবমাননা সম্পর্কিত একটি মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। খবর জিও নিউজের।
এই পরোয়ানা জারির মাত্র কয়েক ঘণ্টা আগেই ইমরান খানকে আইনজীবী আব্দুল রাজ্জাক হত্যা মামলা থেকে মুক্তি দেয় দেশটির সুপ্রিমকোর্ট।
প্রসঙ্গত, জুনের ৬ তারিখ ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত করার জন্য বেলুচিস্তান হাইকোর্টে যাওয়ার সময় কোয়েটায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আইনজীবী আব্দুল রাজ্জাক নিহত হয়েছিলেন।
এর আগে মে মাসে একটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয় ইমরানকে, এই গ্রেপ্তারকে ঘিরে সারা দেশে মারাত্মক অস্থিরতার সৃষ্টি হয়। গ্রেপ্তারের কয়েকদিনের মধ্যেই জামিনে মুক্তি পান তিনি।