১৫ আগস্ট শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৫ আগস্ট শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড, উর্মি বিনতে সালাম।

এ সময় বঙ্গবন্ধুর সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিব এবং জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহানের সভাপতিত্বে এতে পৌর মেয়র ফজলুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, মৌলভীবাজারের বিভিন্ন গনমাধ্যমকর্মী, শিক্ষক জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ‍ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version