নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ মাসুদ আলম
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানায় লাগা আগুন নেভাতে যাওয়ার সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফায়ার সার্ভিসের কর্মীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর চাষাঢ়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ইকবাল বাহার বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফায়ার সার্ভিসের কর্মীর নাম জাহাঙ্গীর হোসেন, নিহত পথচারীর নাম-পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ফকির এপারেলস নামে একটি পোশাক কারখানায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলের রওনা দেয় ফায়ার সার্ভিসের গাড়ি। পথে চালক অসুস্থ হয়ে পড়লে চাষাড়া এলাকায় ওই গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি গাড়ির ধাক্কা লাগে।
দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান।