তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

বিএনপি’র একদফা দাবিতে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য চলাকালে অসুস্থ্য হয়ে পড়া মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন হাসপাতাল থেকে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
শনিবার ( ২২ জুলাই) ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ডাক্তারের পরামর্শে বাসায় ফেরার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।
গত ১৮ জুলাই মঙ্গলবার মৌলভীবাজার শহরের এসআর প্লাজার সামনে বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা পরবর্তী সমাবেশে বক্তব্য শেষ করেই হটাৎ অসুস্থ হয়ে পড়েন মৌলভীবাজার জেলা বিএনপির প্রভাবশালী নেতা ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন।

ঘটনার আকষ্মিকতায় তাৎক্ষনিক নেতাকর্মীরা চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যান শহরের লাইফ লাইন কার্ডিয়াক হসপিটালে। এঘটনার খবর বিভিন্ন মহলে পৌঁছলে সন্ধ্যার পর থেকেই হাসপাতালে আত্মীয়-স্বজন ও দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ভীড় জমান হাসপাতালে। হতাশ ও আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরাও। খবর পেয়ে দলের নেতাদের সাথে নিয়ে হাসপাতালে দেখতে আসেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। নাসের রহমান বেশ কিছু সময় সেখানে অবস্থান করে তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন। ওই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের তত্তাবধানে রাতভর সিসিউতে চিকিৎসাধীন থেকে পরদিন বুধবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা নিয়ে যান ঢাকার বিশেষায়ীত ইউনাইটেড হাসপাতালে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৮ সালে যুক্তরাজ্য ভ্রমণকালে প্রথমবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে যুক্তরাজ্যে চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে দেশে ফিরেন। ২০১৪ সালে মৌলভীবাজার পৌরসভার মেয়র থাকা অবস্থায় চাল বিতরণকালে ফের হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসা শেষে হার্ডে রিং বসানো হয়। সেসময় থেকেই তিনি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বলে ফয়জুল করিম ময়ূন জানিয়েছেন।
এদিকে ১৯ জুলাই বুধবার ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় ফয়জুল করিম ময়ূন-কে। সেখানকার কার্ডিওলজি বিভাগের প্রধান ডা: এন.এ.এম মুমিনুজ্জামানের তত্তাবধানে চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শে শুক্রবার ২১ জুলাই কিছুটা সুস্থ্য হলে হাসপাতাল ছাড়েন জনপ্রিয় এই বিএনপি নেতা।
হাসপাতাল ছেড়ে বর্তমানে মৌলভীবাজার শহরের পুরাতন টাউন সিনিয়র মাদ্রাসা সড়কের নিজ বাসায় অবস্থান করছেন তিনি। জানান, ঢাকার চিকিৎসক বেশ কিছু পরমার্শ ও ঔষধ দিয়েছেন। পুরোপুরি সুস্থ্য হওয়া পর্যন্ত দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছিনা। তবে সুস্থ্য হলে দ্রুতই গণতন্ত্র রক্ষার আন্দোলনে রাজপথের কর্মসূচিতে ফের সক্রিয় হবো। এসময় তিনি তাঁর অসুস্থতার খবরে পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহলের কাছে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, মৌলভীবাজারের একসময়ের ক্ষমতাধর এই রাজনীতিবীদ ১৯৯২ সালে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। এর পর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে, রাজপথ থেকে রাজনীতির অন্ধরমহল সর্বশেষ ক্ষমতাবান ব্যক্তিতে পরিণত করে ফয়জুল করিম ময়ূনকে। রাজনৈতিক সিড়ি বেয়ে বিপুল জনপ্রিয়তার মাধ্যমে ভোটে কয়েকবার নির্বাচিত হন মৌলভীবাজার পৌরসভার মেয়র হিসেবেও।

Share.
Leave A Reply

Exit mobile version