মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে আলহাস সরদার (৩৫) নামে এক যুবকে ১৮০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ জুলাই) দুপুরে মাদারীপুর সদর বোয়ালিয়া সাকিনস্থ লায়েক হাওলাদারের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদি এলাকার আদেল উদ্দিন সরদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন জানান, জেলা গোয়েন্দা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে আলহাস সরদার নামে এক যুবকে ১৮০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।