নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ শহিদ) –
নোয়াখালী কবির হাট উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত শান্তি উন্নয়ন ও সুধী সমাবেশ আজ দুপুর ১২ঘটিকার সময় নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিনি
যুক্তরাষ্ট্রের ভিসানীতির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নিষেধাজ্ঞা দেবে দাও, ভিসানীতি দেবে দাও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল-ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে। আমাদের দেশকে বাঁচাবে ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নোয়াখালীতে ফখরুল এসে হুমকি-ধামকি দিয়ে গেছেন। নোয়াখালী একসময় বিএনপির ঘাঁটি ছিল। এখন আওয়ামী লীগের ঘাঁটি। আমার আগে বিএনপি নেতারা কোনো কাজ করে নাই। আমি আমার কাজের ওয়াদার শর্ত পূরণ করেছি, চাকরি দিয়েছি। আমি ভালো করলে আগামী নির্বাচনে আমাকে ভোট দেবেন। ৪ মাস পর জাতীয় নির্বাচন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জামায়াত-বিএনপির কেউ আগুন দিতে গেলে সেই হাত আগুনে পুড়িয়ে দেবেন।’
বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ: ওবায়দুল কাদের
বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হেরে যাবে বলে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান বলেন, ‘কবিরহাট উপজেলায় মাদ্রাসা, স্কুল, কলেজ ভবন চাহিদামত ওবায়দুল কাদের করেছেন। কবিরহাট বাজারে একটি বাইপাস সড়ক দরকার। বিএনপির উন্নয়ন মানে গ্রেনেড হামলা, গাড়ি পোড়ানো।’
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহীমের ফেনী-২ আসনের সংসদ নিজাম হাজারী, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইস এম ইব্রাহীম সহ প্রমুখ