দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, আমার তত্ত্বাবধায়নে নদী ভাঙনরোধে পাউবোর কর্মকর্তারা সার্বক্ষণিক ভাঙন এলাকা পরিদর্শন করছেন। তারা ভাঙন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ড্যাম্পিং করছেন। তিনি বলেন, নদী ভাঙন থেকে স্থায়ীভাবে রক্ষায় এরেন্ডাবাড়ী ইউনিয়নে এক হাজার কোটি ও উড়িয়া ইউনিয়নে আড়াই‘শ কোটি টাকার প্রকল্প তৈরি করা হয়েছে। চলতি অর্থ বছরেই এসব প্রকল্পের কাজ শুরু হবে।

শনিবার (২২ জুলাই) বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মাহমুদ হাসান রিপন এমপি বলেন, করোনাকালীন বাংলাদেশের মানুষকে অন্য দেশের মুখাপেক্ষী হতে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। তিনি বলেন, বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের সকল নাগরিকের সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি সহ বিভিন্ন ধরণের ভাতার ব্যবস্থা করেছেন।

ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুন দেবনাথের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এডভোকেট নুরুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজহারুল ইসলাম বাবলু প্রমুখ।

তিনি বলেন, কৃষিতে বাংলাদেশ এখন বিশ্বের একটি সফল রাষ্ট্র। কৃষিতে সরকারের অভুতুপূর্ব সফলতার কারণ হলো কৃষকদের মাঝে স্বল্পমুল্যে কৃষি উপকরণ সঠিক সময়ে পৌছে দেওয়া এবং সমবন্টন করা। তিনি আরো বলেন, চরাঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটানো হবে।
তিনদিনের এ মেলায় ১৬টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির বীজ, গাছের চারা, প্রযুক্তি যন্ত্র, সবজি, সার ও পুষ্টি বাগানের মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উপজেলার কৃষকরা মেলায় ঘুরে ঘুরে নতুন ফসলচাষ সম্পর্কে নানা ধারনা নিচ্ছেন।

এরআগে প্রধান অতিথি সাংসদ মাহমুদ হাসান রিপন ফিতা কেটে মেলার উদ্বোধন করে ষ্টল পরিদর্শন করেন। শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version