রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়ি থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ার বেগম মেরী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শামসুজ্জোহা বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজহারুল হান্নান, ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মন্ডল, অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, ব্যবসায়ী নেতা আব্দুস ছাত্তার, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রাজু সরকার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণ এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত ব্যক্ত করেন এবং সমস্যার কথা তুলে ধরেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপারদ্বয় অত্যন্ত মনোযোগ দিয়ে বিষয়গুলো শোনেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আশ্বস্ত করেন। এসময় তারা বলেন, ‘বাল্যবিবাহ রোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এছাড়াও চরাঞ্চলে মাদক সহ বিভিন্ন অপরাধ মোকাবেলায় বোর্ট পের্টোলিং এর ব্যবস্থা গ্রহন করা হয়েছে। পুলিশ জনগণের জানমালের রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তারা উল্লেখ করেন।’