শাহ মোঃ জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) গ্রীন ভয়েসের উদ্যোগে ফল উৎসব আয়োজিত হয়েছে।

আজ শুক্রবার (২১ জুলাই) বিকাল ৫টায় বশেমুরবিপ্রবি লেকপাড়ে ফল উৎসবটি আয়োজিত হয়।

ফল উৎসব সম্পর্কে গ্রীন ভয়েসের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন,”আমাদের সংগঠনের কার্যক্রম ২০১৯ সাল থেকে শুরু হলে-ও এই প্রথম আমরা ফল উৎসবের আয়োজন করি এবং সংগঠনের অন্যান্য দায়িত্বশীলদের সার্বিক সহযোগীতায় আমরা সুন্দর ভাবে তা পালন করি। ভবিষ্যতেও আমাদের এই আয়োজন অব্যহত থাকবে।”

তাছাড়া তিনি আরো বলেন, “আমরা নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এবং ভবিষ্যতেও তা অব্যহত থাকবে। তাছাড়াও আমরা বর্তমানে ডেঙ্গু জ্বর নিধনে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা বিভিন্ন অলিম্পিয়াডের আয়োজনসহ আরো অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পালন জরে থাকি।”
পরিশেষে তিনি সংগঠনের সকল সদস্যকে এমন একটি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

Share.
Leave A Reply

Exit mobile version